পরে নাজমুল যোগ করেন, ‘তবে যেভাবে আউট হয়েছে, সেটা নিয়ে খুশি ছিলাম না। কারণ, সেট ব্যাটার উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে ভালো হয়। কারণ, কেউ ৮০ করেছে, ১০০ করেছে, এটা আসলে ম্যাটার করে না, যতক্ষণ না দল জিতছে। গুরুত্বপূর্ণ হলো যে রানটা করছে, সেটা দলকে কতটা সাহায্য করছে। অবশ্যই শুরুতে ভালো ব্যাটিং করেছে। তবে খেলাটা শেষ করা উচিত ছিল।’
Related Posts

সিরিজ জিতে মাশরাফি ও তামিমকে নিয়ে যা বললেন মিরাজ – DesheBideshe
October 24, 2025

মায়ামির সঙ্গে নতুন চুক্তি, আরও কত বছর থাকবেন মেসি?
October 24, 2025

মাশরাফি-তামিম ভাই ফোন করে অনেক পরামর্শ দিচ্ছেন: মিরাজ
October 24, 2025
