পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। তিন দিন ধরে ভোটগ্রহণ শেষে ৮০ শতাংশ ভোট গণনায় তিনি পেয়েছেন প্রায় ৮৮ শতাংশ ভোট। বিশ্লেষকরা বলছেন, নামমাত্র তিনজন প্রতিদ্বদ্বী থাকায় জয় অনেকটা অনিবার্যই ছিলো পুতিনের। এদিকে পুতিন চিরকাল ক্ষমতায় থাকতে এমন নির্বাচন করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত পুতিন | চ্যানেল আই অনলাইন


Related Posts


পশ্চিম তীর দখলে নেসেটে বিল পাস | চ্যানেল আই অনলাইন
October 23, 2025


‘এটি আত্নহত্যা নয়, প্রি-প্ল্যানড মার্ডার’
October 23, 2025