ক্রেডিট কার্ড দিয়ে এলজি বাটারফ্লাই, সিঙ্গার, গ্রি, ট্রান্সটেক, স্যামসাং, যমুনা, ভিশন, মিনিস্টার, ট্রান্সটেকসহ বিভিন্ন ব্র্যান্ডের এসি কেনা যাচ্ছে। পাশাপাশি ট্রান্সকম ইলেকট্রনিকসে এসি কিনতে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স দিচ্ছে বিশেষ ভোক্তা ঋণ। এর মাধ্যমে ২০ হাজার টাকার বেশি বেতনভোগী যেকেউ ঋণ নিয়ে এসি কিনতে পারবেন।
দেশের বাজারে পাওয়া প্রায় সব ব্র্যান্ডের এসিতেই রয়েছে কিস্তির সুবিধা। ৬ থেকে ১২ মাসের কিস্তিতে পরিশোধ করা যাচ্ছে এসির দাম। কোনো কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে মিলছে ১৮ মাসের কিস্তির সুবিধাও। দেশের প্রায় সব কটি বাণিজ্যিক ব্যাংকের গ্রাহক এ সুবিধা পাচ্ছেন। বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট, সাউথইস্ট, ঢাকা, ব্র্যাক, ইউসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এসআইবিএল, আল-আরাফাহ ইসলামী, প্রিমিয়ার, ইস্টার্ন, লংকাবাংলা, প্রাইম, কমার্স ব্যাংক অব সিলন, এবি, ওয়ান, ট্রাস্ট, এনআরবি, মিডল্যান্ড, এনসিসি, যমুনা, ডাচ্-বাংলা, শাহজালাল ইসলামী, ব্যাংক এশিয়া ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা পাচ্ছেন এ সুবিধা।