বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় ম্যাচ যারা জিতবে সিরিজ তাদের। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
আজ রোববার (১৭ মার্চ) চট্টগ্রামে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাকিব। বোলিং করার সময় চোট পান তরুণ পেসার। পরীক্ষা করে দেখা গেছে, খেলার মতো অবস্থায় নেই তিনি। ওয়ানডে সিরিজে বেশ ভালো বোলিং করছিলেন তরুণ পেসার। দুই ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতেও অবদান করেছিলেন সাকিব।
তানজিমের ছিটকে পরার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘দলের ফিজিও এইমাত্র আমাদের জানিয়েছেন, সে (তানজিম) খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ, আগামীকাল আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়।’
আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজরে তৃতীয় ম্যাচটি। বাংলাদেশ গত দুই ওয়ানডেতেই তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল। তানজিম ছিটকে যাওয়ার পর স্কোয়াডে এখন তিনজন পেসারই থাকলেন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি মোস্তাফিজ। তৃতীয় ম্যাচের আগে নতুন কোনো পেসার স্কোয়াডে যোগ হন কিনা সেটাই দেখার বিষয়।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
The post সিরিজ নির্ধারণি ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.