মাল্টার মালিকানাধীন জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সোমালিয়ান জলদস্যুরা। ভারতীয় নৌবাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে সোমালিয়ান জলদস্যুদের ছিনতাই করা ওই জাহাজের কাছে গেলে গুলি ছোঁড়ার এ ঘটনা ঘটে।
শনিবার ১৬ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত ৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে ভারতীয় নৌবাহিনী। আর তাতে উঠে জলদস্যুদের হেলিকপ্টারে গুলি ছোঁড়ার দৃশ্য।
প্রতিবেদনে বলা হয়, গত ১৪ ডিসেম্বর মাল্টা’র পতাকাবাহী সাবেক এমভি রুয়ান নামের একটি বাল্ক কার্গো জাহাজ সোমালিয়ান জলদস্যুরা ছিনতাই করে। গত শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার ওই জাহাজের কাছাকাছি গেলে সেটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জলদস্যুরা।
৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, একজন জলদস্যু ছিনতাইকরা জাহাজের ডেকের উপর হেঁটে যাচ্ছে আর হেলিকপ্টারের দিকে বন্দুক তাক করে গুলি ছুঁড়ছে।