ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

মানবিক উদ্ধারকারী গোষ্ঠী এসওএস মেডিটেরানি বলেছে, ভূমধ্যসাগরে এক ডুবন্ত রাবারের ডিঙি নৌকা থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, এক সপ্তাহেরও বেশি আগে লিবিয়া থেকে তাদের সাথে যাত্রা করা প্রায় ৬০ জন অভিবাসন প্রত্যাশী ডুবে মারা গেছেন।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, ইউরোপের দাতব্য জাহাজ ওশান ভাইকিং গত বুধবার ওই ডিঙিটি ভাসতে দেখে। এতে তখন ২৫ জন লোক ছিলেন। এদের মধ্যে দুইজন অচেতন অবস্থায় ছিলেন এবং ইতালির উপকূলরক্ষী হেলিকপ্টার তাদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যায়। বাকি ২৩ জনের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। তারা বিধ্বস্ত, দেহে জলশূন্যতার অভাব ছিল এবং নৌকার জ্বালানির সংস্পর্শে থাকায় তাদের দেহ পুড়ে গিয়েছিল।

এসওএস মেডিটেরানির মুখপাত্র ফ্রান্সেসকো ক্রেয়াজ্জো বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। এদের মধ্যে ১২ জন নাবালক। এই নাবালকদের মধ্যে দুইজন ছোট শিশু। তারা সেনেগাল, মালি ও দ্য গাম্বিয়ার বাসিন্দা।

ক্রেয়াজ্জো আরও বলেন, জীবিতরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সমুদ্রযাত্রার সময় কী ঘটেছিল তার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারেননি তারা। নিখোঁজ ও সম্ভাব্য মৃতের সংখ্যা যাচাই করা কখনও সম্ভব নয়। মানবিক সংগঠনগুলো সমুদ্রে মৃত ও নিখোঁজদের সংখ্যা হিসেবের সময় জীবিতদের বিবরণের ওপর প্রায়শই নির্ভর করে থাকে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, লিবিয়ার জাওইয়া থেকে প্রায় ৮৫ জনকে নিয়ে নৌকাটি ছেড়েছিল। এদের মধ্যে কয়েকজন নারী ছিলেন। নৌকাটির মোটর ভেঙে যাওয়ায় তারা এক সপ্তাহেরও বেশি সময় সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।

জাতিসংঘ বলছে, চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত বিপজ্জনক সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় পথে ২২৭ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন।

Scroll to Top