ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে কপালে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষ রাতেই তাকে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন। যদিও এই প্রস্তাবে রাজি না হয়ে বাসায় ফিরে যান মমতা ব্যানার্জি।
এসএসকেএম এর ডিরেক্টর ড.মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী বাড়িতে পড়ে গিয়েছিলেন। তাকে পিছন থেকে ধাক্কা দেওয়ার জন্য তিনি পড়ে যান। তার একটি সেরিব্রাল কনকশন ছিল এবং তার কপাল এবং নাকের ওপর কেটে যাওয়ায় প্রচুর রক্তপাত হচ্ছিল। যদিও ধাক্কার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি ড.মণিময়।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা ব্যানার্জিকে নিউরোসার্জারি বিভাগীয় প্রধান, মেডিসিনের বিভাগীয় প্রধান এবং আমাদের ইনস্টিটিউটের কার্ডিওলজিস্ট দ্বারা পরীক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল করতে এটি প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রীর কপালে তিনটি স্টিচ ও নাকে একটি স্টিচ পড়েছে। মমতা ব্যানার্জির ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী এখন ভাল আছেন। তার মাথায় চারটি সেলাই পড়েছে।
মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, আমি মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে এই ঘটনায় তদন্তের জন্য কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল মুখ্যমন্ত্রীর বাসায় যাবেন বলে জানা গেছে।