গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৪ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকরা উত্তর গাজার একটি গোলচত্বরে ত্রাণের জন্য জড়ো হয়েছিল। এমন সময় তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
উত্তর গাজার একটি হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক মোহাম্মদ ঘুরাব বলেন, একটি ত্রাণের ট্রাকের জন্য অপেক্ষারত লোকজনের ওপর দখলদার বাহিনী সরাসরি গুলি চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে বলেছে, গাজায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিতে চলেছে।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ হাজার ৩৪১ জন। আহত হয়েছেন ৭৩ হাজারের বেশি।