বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই গোপন অভিযান এখনো চালু রেখেছেন কি না, সেটি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। বাইডেনের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেট ওয়াটার্সের কাছে বিষয়টি জানতে চাওয়া হওয়া হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোয়েন্দা ইতিহাস নিয়ে কাজ করেন এমন দুই ব্যক্তির সঙ্গে সিআইএর এ অভিযান নিয়ে কথা বলেছে রয়টার্স। তাঁরা বলেন, হোয়াইট হাউস থেকে সিআইকে এ ধরনের কোনো গোপন অভিযানের নির্দেশ দেওয়া হলে সাধারণত নতুন প্রেসিডেন্ট এলেও তা অব্যাহত থাকে।
আসছে নভেম্বরে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের প্রার্থী হওয়ার বিষয়টি অনেকটা চূড়ান্ত। ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে চীনের বিরুদ্ধে তিনি আরও কঠোর পদক্ষেপ নেবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন।