সন্তান জন্মদানের ৫ ঘণ্টা পর সাফজয়ী নারী ফুটবলারের মৃত্যু

সন্তান জন্মদানের ৫ ঘণ্টা পর সাফজয়ী নারী ফুটবলারের মৃত্যু

মৌতলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী ইতিয়ারা পারভিন জানান, কয়েক মাস আগে এক দিন তাঁদের ক্যাম্পে এসেছিলেন রাজিয়া। তাঁকে গর্ভকালীন টিকা দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

স্থানীয় পল্লিচিকিৎসক সঞ্চয় মণ্ডল বলেন, বুধবার রাত ১১টার দিকে তিনি বাড়িতে গিয়ে দেখেন, মা ও সন্তান সুস্থ। রাজিয়া পেটে ব্যথার কথা বলেছিলেন। তিনি ব্যথানাশক বড়ি দিয়ে বাড়িতে চলে যান। রাত তিনটার দিকে ফোনে খবর পেয়ে এসে দেখেন রাজিয়া অচেতন। তখন জরুরি ভিত্তিতে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রাজিয়ার সঙ্গে থাকা প্রতিবেশী সাঈদ উদ্দিন বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, রোগী আগেই মারা গেছেন।

Scroll to Top