চোখের কৃত্রিম লেন্সের দাম বেঁধে দিল সরকার – DesheBideshe

চোখের কৃত্রিম লেন্সের দাম বেঁধে দিল সরকার – DesheBideshe

ঢাকা, ১৫ ডিসেম্বর – চোখের লেন্সের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের ১২৯ ধরনের লেন্সের দাম সর্বনিম্ন ১৪৩ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার টাকা। এ দামেই রোগীদের লেন্স সংযোজনের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

বিজ্ঞপ্তিতে দেশের সব হাসপাতালে কৃত্রিম লেন্সের নতুন মূল্যতালিকা নোটিস বোর্ডে প্রদর্শনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ঔষধ প্রশাসন ও কসমেটিক আইন ২০২৩-এর ৩০ (১) ধারা অনুসারে কৃত্রিম লেন্সের এই দাম নির্ধারণ করা হয়েছে।

অধিদপ্তর থেকে বলা হয়েছে, লেন্সের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) প্যাকেজে অন্তর্ভুক্ত না করার ব্যবস্থা করতে হবে। রোগীকে লেন্সের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদক দেশের নাম উল্লেখ করে ক্যাশ মেমো দিতে হবে। ফ্যাকো সার্জারির পর রোগীকে লেন্সের প্যাকেট সরবরাহ করতে হবে। লেন্সের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদক দেশ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকতে হবে, যাতে সার্জনরা সেটি দেখে নির্দেশনা দিতে পারেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ডিসেম্বর ২০২৩

Scroll to Top