মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী-ফোর্বসে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় চতুর্থবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের জন্য প্রকাশ করা এ তালিকায় এবার শেখ হাসিনার অবস্থান ৪৬ তম।
বুধবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এ প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়েছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সবশেষ ২০১৮ সালের নির্বাচনে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।
এ বছর ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এর আগে, ২০২২ সালে ফোবসের তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২ নম্বরে। ২০২১ এ ছিলেন ৪৩ তম আর ২০২০ সালে ৩৯তম স্থানে।
/এএস/এটিএম