ক্রিকেটে পরিসংখ্যান যেমন সব সময় সত্যি বলে না, একটি ম্যাচের স্কোরকার্ডও সব সময় পারে না খেলার আসল ছবিটা ফুটিয়ে তুলতে। আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের স্কোরকার্ডটাকে ধরে নিতে পারেন এর সর্বশেষ প্রমাণ।
বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান ৩টি করে উইকেট নিয়েছেন। স্কোরকার্ডেও তা-ই লেখা এবং সেটি দেখে তাঁদের কারও ‘৩ উইকেট’কে আলাদা করা মুশকিল। কিন্তু তানজিমের ৩ উইকেটের যে বিশেষত্ব, সে রকম কিছু কি তাসকিন বা শরীফুলের ৩ উইকেটে আছে?
না, অন্তত এ ম্যাচের ৩ উইকেটে নেই। বরং সোজাসাপটা বলে দেওয়া যায়—তানজিম ওই ৩ উইকেট না পেলে তাসকিন বা শরীফুলের ৩ উইকেট পাওয়ার মতো পরিস্থিতিই হয়তো তৈরি হতো না জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই ম্যাচে। আরও সরল ব্যাখ্যা চান? তাহলে বলতে হয়, শ্রীলঙ্কার ২৫৫ রানের ইনিংসটাকেই দুই ভাগে ভাগ করে দিয়েছেন সাকিব ডাকনামের তরুণ পেসার তানজিম হাসান। তাঁর ৩ উইকেট নেওয়ার আগে ও তাঁর ৩ উইকেট নেওয়ার পরে।