চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ৬ দল। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও ম্যানচেস্টার সিটি নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের টিকিট। আর গতকাল রাতে তাদের সঙ্গী হয়েছে আর্সেনাল ও বার্সেলোনাও। আজ রাতে ভাগ্য নির্ধারিত হবে আরও দুই দলের। তবে ছয় দলের মধ্যে চারটি দলেরই কোচ হিসেবে আছেন গার্দিওলা, জাভি, আরতেতা ও এনরিকে। আগেই বলা হয়েছে, এই চার কোচের নাড়ি পোঁতা আছে কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনায়। যেখানে তিনজনেরই আবার লা মাসিয়াতেই।
বার্সার অ্যাকাডেমি লা মাসিয়াকে বলা হয় খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর। লা মাসিয়া থেকেই লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ কিংবা আন্দ্রেস ইনিয়েস্তাসহ অসংখ্য ফুটবল তারকা উঠে এসেছেন। তবে আরেকটু গভীরে গেলে দেখা যাবে, শুধু খেলোয়াড় তৈরিতেই নয়, লা মাসিয়ায় খেলোয়াড়দের মধ্যে ফুটবলের মৌলিক জ্ঞান এমনভাবে দেওয়া হয়, যা কাজে লাগিয়ে পরে কোচিংয়ের মতো পেশাতেও সফল হয়েছেন অনেকে। এমনকি যাঁদের কেউ কেউ কোচ হিসেবে পেয়েছেন সর্বকালের অন্যতম সেরার স্বীকৃতিও।