গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি হামলা, নিহত ১১ | চ্যানেল আই অনলাইন

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি হামলা, নিহত ১১ | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাতে গাজা শহরের কুয়েতি গোলচত্বরে এই বর্বর হামলা চালায় ইসরায়েল।

এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি গাজা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক মানুষকে হত্যা ও সাড়ে ৭শ বেশি মানুষকে আহত করে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজার খান ইউনিস ও রাফাহ শহরেও সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের অনুরোধ উপেক্ষা করে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে স্থলাভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নেওয়ায় সেখানে ইসরায়েলি আগ্রাসন সমর্থন করে না বলে জানিয়েছে ইসরায়েলের ঘনিষ্ট মিত্র দেশ যুক্তরাষ্ট্র।

Scroll to Top