ঢোকার সময়ে আপনি হয়তো খেয়াল করবেন না, কিন্তু বেরোনোর সময় মূল দরজার পশ্চিমে, মসজিদের দক্ষিণে নিরেট একটি দেয়াল দেখে আপনি এর মিনারটি দেখতে পাবেন। সুউচ্চ মিনার। বৃত্তাকার ও খোলামেলা যে মিনারগুলো দেখতে আমরা অভ্যস্ত, এটি তার ব্যতিক্রম। বর্গাকার এই মিনারটির চারদিকেই নিরেট দেয়াল। এর একেবারে ওপরে মাইক বসানো। দোতলার নামাজঘর থেকে সেখানে যাওয়ার পথ আছে।
মসজিদ থেকে আপনি যখন বের হবেন, তখনো আপনার মন থাকবে সেখানে। পার্থিব ও অপার্থিব জগতের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে স্থাপত্যের অনন্য নজির এই মেয়র মোহাম্মদ হানিফ মসজিদ।
ছবি: দীপু মালাকার