ঢাকা, ১৩ মার্চ – বিএনপি ক্ষমতার জন্য না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একইসঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বুধবার (১৩ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্তি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় তাকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন বিএনপির এ নেতা।
মঈন খান বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম নির্যাতন করা হয়েছে।
বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন তিনি বলেন, সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। নির্যাতন করে কোনও স্বৈরাচার পার পায়নি, এই সরকারও পাবে না।
বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ মার্চ ২০২৪