জামালপুরে হাসপাতালে হামলায় ৩ ইন্টার্ন চিকিৎসক আহত, অনির্দিষ্টকালের কর্মবিরতি

জামালপুরে হাসপাতালে হামলায় ৩ ইন্টার্ন চিকিৎসক আহত, অনির্দিষ্টকালের কর্মবিরতি

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে গুল মাহমুদ নামের এক মুমূর্ষু রোগীকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন। রোগীকে যখন মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়, তখন চিকিৎসকেরা নারী ওয়ার্ডে অন্য রোগী দেখছিলেন। ওই রোগীর খবর পেয়ে পরে চিকিৎসকেরা পুরুষ ওয়ার্ডে আসেন। এর আগে ইন্টার্ন চিকিৎসকেরা ওই রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে ওই রোগীর স্বজনেরা ইন্টার্ন চিকিৎসক মঞ্জুরুল হাসান ও ফাহমিদুল ইসলামের ওপর হামলা করেন। দ্বিতীয় তলায় থাকা আরেক ইন্টার্ন চিকিৎসক তুষার আহমেদ ওই ওয়ার্ডে যান। এ সময় তাঁকেও মারধর করা হয়। এ ছাড়া রোগীর স্বজনেরা চিকিৎসকদের একটি কক্ষের কম্পিউটার, প্রিন্টার, টেলিভিশন, রোগী দেখার যন্ত্রপাতি, চেয়ার ও টেবিল ভাঙচুর করেন।

Scroll to Top