সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার থেকে রোজা শুরু হচ্ছে। তবে রোজা শুরুর একদিন আগেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। সবশেষ গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সোমবার ১১ মার্চ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পবিত্র মাসকে সামনে রেখেও ভয় ও আতঙ্কেই রমজানের প্রস্তুতি নিচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা।
প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে যে যুদ্ধবিরতির কথা ছিল তাও ভেস্তে গেছে। উত্তর গাজায় অনাহারে আরও দু’জন মারা গেছে। এনিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।
জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা- ইউএনআরডব্লিউএ’র প্রধান বলছেন, ‘চরম ক্ষুধা’ গাজায় ছড়িয়ে পড়ছে। এদিকে রমজান মাসকে সামনে রেখে এক বার্তায় হামাস প্রধান ইসমাইল হানিয়া গাজায় জঘন্য যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল ও এর মিত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।