গাজায় সাহায্যের জন্য তহবিল দেবে সুইডেন-কানাডা-ইউরোপীয় কমিশন | চ্যানেল আই অনলাইন

গাজায় সাহায্যের জন্য তহবিল দেবে সুইডেন-কানাডা-ইউরোপীয় কমিশন | চ্যানেল আই অনলাইন

ইসরায়েল-হামাস যুদ্ধে ধ্বংস প্রায় গাজায় সাহায্যের জন্য ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) তহবিল দিবে সুইডেন ও কানাডা।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ৯ মার্চ এক বিবৃতিতে সুইডেন সরকার জানিয়েছে, ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে তাদের ব্যয় নিয়ন্ত্রণ ও কর্মীদের বিষয়ে তদন্তে রাজি হওয়ার পর, সংস্থাটিকে প্রাথমিকভাবে ১৯ মিলিয়ন ডলার তহবিল দেবে সুইডেন।

সুইডেন ২০২৪ সালে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ৩৮ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এরআগে শুক্রবার ৮ মার্চ ইউএনআরডব্লিউএকে তহবিল দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা।

Reneta April 2023

কানাডার আন্তর্জাতিক ত্রাণবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে তহবিল দেয়ার বিষয়ে যে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, তা আমরা প্রত্যাহার করেছি।

ফিলিস্তিনিদের সাহায্যে ৫০ মিলিয়ন ইউরো তহবিলের ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। ইসরায়েলি ওই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ। এ ঘটনায় ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

 

Scroll to Top