ভারতের দিল্লির কেশপুর মান্ডি এলাকায় ৪০ ফুট গর্তে পড়ে গেল এক শিশু। শিশুটিকে এখনও গর্ত থেকে বের করার চেষ্টা চলছে।
রোববার ১০ মার্চ সকালে দিল্লি জল বোর্ডের প্লান্টের একটি জল শোধনাগারের গর্তে পড়ে যায় শিশুটি। শিশুকে উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
দিল্লির দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ জানান, শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনীর পাঁচটি দল রয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে এই সংখ্যা। তিনি আরও বলেন, যে গর্তে শিশুটি পড়ে গিয়েছে সেখানে আরও একটি গর্ত খনন করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নতুন গর্ত দিয়ে ঢুকেই বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বিচিত্র বীর বলেন, ভোরের দিকে বিকাশপুরি থানায় একটি পিসিআর কল আসে। সেখানেই জানানো হয়, একটি শিশু গর্তে পড়ে গিয়েছে। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়। গর্তে আটকে থাকা শিশুটিকে নিরাপদে বার করে আনাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।