রমজানের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

রমজানের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল আসন্ন রমজান মাসের তারিখ ঘোষণা করেছে। সোমবার দেশটিতে শাবান মাসের শেষ দিন এবং মঙ্গলবার ১২ মার্চ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

রোববার ১০ মার্চ খালিজ টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ফতোয়া কাউন্সিল এবং গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ইমামদের সাথে সমন্বয় করে এই তারিখ ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়, সিডনিতে রোববার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সূর্য অস্ত যাবে এবং শাবানের চাঁদ একই রাতে ৭টা ২৩ মিনিটে অস্ত যাবে। আর পার্থে সূর্য অস্ত যাবে ৬টা ৪০ মিনিটে, যখন শাবানের চাঁদ একই রাতে ৬.৪৬ মিনিটে অস্ত যাবে। আর এটি রমজান মাসের নতুন চাঁদ দেখার জন্য যথেষ্ট নয় বলে উল্লেখ করা হয়।

সোমবার ১১ মার্চ সিডনিতে সূর্য অস্ত যাবে ৭টা ১৮ মিনিটে, যখন একই দিনে সূর্যাস্তের পর ৩৬ মিনিট পর্যন্ত অর্থ্যাৎ ৭টা ৫৪ মিনিট পর্যন্ত চাঁদ প্রদর্শিত হবে। আর পার্থে ৭টা ১৯ মিনিটে সূর্যাস্তের পর অন্তত ৪১ মিনিট চাঁদ দেখা যাবে। সুতরাং ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার জন্য এটি পর্যাপ্ত সময় বলে মনে করছে দেশটির জাতীয় ইমাম কাউন্সিল।

Reneta April 2023

দেশটিতে এই বছরের পবিত্র রমজান মাস মঙ্গলবার ১২ মার্চ শুরু হবে। রমজানের প্রথম রাত এবং তারাবিহ নামাজ হবে ১১ মার্চ সোমবার।

Scroll to Top