বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রেহমান সোবহানের দেওয়া এসব পরামর্শের বিষয়ে জানা যায়। তবে বৈঠক শেষে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। সূত্রটি আরও জানায়, প্রায় দুই ঘণ্টার বৈঠকে যেসব পরামর্শ অর্থনীতিবিদেরা দিয়েছেন, তার কতটুকু আগামী বাজেটে গ্রহণ করা হলো, কতটুকু গ্রহণ করা হলো না এবং কেন গ্রহণ করা হলো না, তা ভবিষ্যতে যখন বাজেট নিয়ে বৈঠক হবে, সেখানে যেন জানানো হয়, সে প্রস্তাব করেছেন রেহমান সোবহান।
এদিকে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রীসহ একাধিক অর্থনীতিবিদ।
বৈঠকের আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সবাই বলেছেন আমরা সঠিক পথে আছি। কী কী সমস্যা আছে, তা সবাই জানেন। তারপরও তাঁরা তাঁদের মতো করে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো ঠিক আছে বলে মত দিয়েছেন।’ এ সময় সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, বৈঠকে অনেকে ঋণখেলাপির তালিকা প্রকাশের কথা বলেছেন, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। জবাবে অর্থমন্ত্রী শুধু বলেন, ‘দেখি’।