লেগ স্পিন ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা বলে লেগ স্পিনারদের বাড়তি পরিচর্যা লাগে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় সেটিরই বড় অভাব। কারণ, কন্ডিশনের কারণে দলগুলো লেগ স্পিনার একাদশে রাখার প্রয়োজনই বোধ করে না। রিশাদই এর আদর্শ উদাহরণ। এবারের বিপিএলে রিশাদ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। লিগ পর্বের যে চারটি ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, এর সব কটি চট্টগ্রামে। চট্টগ্রাম মানেই ব্যাটিং-স্বর্গ। যেখানে ফিঙ্গার স্পিনের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি কার্যকর লেগ স্পিন, কুমিল্লা তাই শুধু সেখানেই তাঁকে খেলিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি খুব বেশি ম্যাচ পান না। কারণ, যে সময় ঢাকা লিগ হয়, তখন ঢাকার বেশির ভাগ উইকেট অতি ব্যবহারে ক্লান্ত। স্বাভাবিকভাবেই এসব উইকেটে ফিঙ্গার স্পিনারেরই চাহিদা বেশি। বাকি রইল প্রথম শ্রেণির ক্রিকেট, যেখানে স্পিনার গড়ে তোলার চেয়ে পেসার তৈরিতে বিসিবির এখন বেশি মনোযোগ।
পরিসংখ্যানেও হতাশার গল্পটা স্পষ্ট। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত রিশাদ এখন পর্যন্ত দীর্ঘ পরিসরের ক্রিকেটে ম্যাচ খেলেছেন মাত্র ১৯টি, লিস্ট ‘এ’ ৩টি এবং ঘরোয়া টি-টোয়েন্টি ১৮টি। বাকি রইল বিসিবির বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স প্রোগ্রাম, টাইগার্স ও ‘এ’ দল। রিশাদকে এসব প্রোগ্রামে রেখেই একটু একটু করে গড়ে তোলা হয়েছে।