মাইগ্রেনের সমস্যা অনেকেরই আছে। কিন্তু সেই রোগ সারাতে গিয়ে এক ভয়ঙ্কর সমস্যা দেখলেন চিকিৎসকরা। রোগীর সিটি স্ক্যান ধরা পড়ে ওই ব্যক্তির মাথায় একাধিক সিস্ট রয়েছে, যা শূকরের টেপওয়ার্মের কারণে তৈরি হয়েছে।
রোববার ১০ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে একজন ৫২ বছর বয়সী ব্যক্তি গুরুতর মাইগ্রেনে আক্রান্ত ছিলেন। গত চার মাস ধরে ঘন ঘন মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ট হয়ে উঠছিল ওই ব্যক্তির। এরপরই তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসকদের কাছে যাওয়ার।
প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে গেলে দ্রুত সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেনে চিকিৎসকরা। সেখানেই দেখা যায় ওই ব্যক্তির মাথায় একাধিক সিস্ট রয়েছে। যা শূকরের টেপওয়ার্মের কারণে তৈরি হয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, ওই রোগীর পছন্দের খাবার ছিল বেকন। অল্প রান্না করা বেকন খাওয়ার ফলে তিনি এই রোগে আক্রান্ত হন। মাইক্রোস্কোপিক ডিমগুলো তার অন্ত্রে প্রবেশ করে প্রথমে। যার ফলে একটি টেপওয়ার্ম সেখানে তৈরি হয়। সেখানেই ডিম পাড়ে।
চিকিত্সকরা জানান, পরজীবী সংক্রমণ নিউরোসিস্টিসারকোসিস রোগে আক্রান্ত ওই রোগী। বৈজ্ঞানিক পরিভাষায় শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমিত করে।
সম্প্রতি আমেরিকান জার্নাল অফ কেস রিপোর্টে লোকটির অসুস্থতার বিবরণ প্রকাশিত হয়। রোগীকে প্রথমে আইসিইউ-তে ভর্তি করানো হয়। দিনে চারবার কর্টিকোস্টেরয়েড ডেক্সামেথাসোন দেওয়া হয়েছিল। তাকে দু’সপ্তাহের জন্য অ্যালবেনডাজল এবং প্রাজিকুয়ান্টেলও দেওয়া হয়েছিল, যা কৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) অনুমান করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর নিউরোসিস্টিসারকোসিসের এক হাজার ৩২০ থেকে পাঁচ হাজার ৫০টি ঘটনা ঘটে।