কেন্দ্রীয় সরকারপ্রধান বলেন, তৃণমূল সরকার এই রাজ্যের সন্দেশখালিতে নারীদের ওপর অত্যাচার করেছে। তার বিচার এখনো পায়নি সন্দেশখালি। তাই এবার সন্দেশখালির মানুষ ওই অত্যাচারের জবাব দেবে আসন্ন লোকসভা নির্বাচনে।
মোদি বলেন, তৃণমূল সরকার পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি। বঞ্চিত করেছে, ভেদাভেদ সৃষ্টি করেছে। এরপরেই তিনি বলেন, উত্তরবঙ্গের সব বুথেই পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফোটাতে হবে। তিনি বলেন, এখন তৃণমূল ভাবে ভাইপোর কথা আর কংগ্রেসভাবে পরিবারের কথা। কিন্তু বিজেপি ভাবে সাধারণ মানুষের কথা।