দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি | চ্যানেল আই অনলাইন

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারি । এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলী জারদারি ৪১১ ভোট পেয়েছেন।  তার  প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই পেয়েছেন ১৮১ ভোট।

এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন জারদারি। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির বোমা হামলায় নিহত হওয়ার পর আসিফ রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন।

Reneta April 2023

আসিফ আলী বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভীর স্থলাভিষিক্ত হবেন। গত বছর আরিফ আলভীর প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ গঠিত না হওয়ায় তিনি আরও এক বছর এ দায়িত্ব পালন করেন।

Scroll to Top