যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে জাতির উদ্দেশে বার্ষিক ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই ভাষণ দিতে যাওয়ার পথে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।
বিবিসি জানিয়েছে, আজ ৮ মার্চ শুক্রবার (স্থানীয় সময় বৃহস্পতিবার) ক্ষমতা গ্রহণের পর এই নিয়ে তৃতীয়বারের মতো জাতির উদ্দেশে বার্ষিক ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে ভাষণ দিতে ক্যাপিটল হিলে যাওয়ার পথে প্রায় ২০০ জন বিক্ষোভকারীর বিক্ষোভের মুখে পড়েন তিনি।
হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসে যাওয়ার পথে পেনসিলভানিয়া অ্যাভিনিউতে প্রায় ২০০ জন বিক্ষোভকারী প্রেসিডেন্ট বাইডেনকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে নিয়ে তারা বিক্ষোভ করে। ব্যানারে লেখা ছিল ‘বাইডেনের শাসনামল জুড়ে রয়েছে গণহত্যা’। এসব নিয়ে যুদ্ধবিরতির দাবি জানান তারা। তাদের বেশিরভাগই কালো পোশাক পরেছিলেন।
এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কোন উপায় না পেয়ে বিক্ষোভকারীদের এড়িয়ে বাইডেনের গাড়িবহর বিকল্প পথ দিয়ে হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে যায়।
