মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রগতির কারণে দেশটি বৈশ্বিক পরাশক্তিগুলোর নজরে এসেছে। আর বৈশ্বিক ভূরাজনীতিতে পরিবর্তন ঘটে চলেছে। ফলে সেই চ্যালেঞ্জগুলো বাংলাদেশের ওপর এসে পড়ছে। এর সঙ্গে অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। গণতন্ত্র, সুশাসন এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা ঠিক করার মাধ্যমে এ পরিস্থিতিকে ব্যবহার করে সুযোগ গ্রহণ করতে পারে বাংলাদেশ। বৈশ্বিক পরাশক্তিগুলোর দৃষ্টি এখন বাংলাদেশের ওপর। ফলে নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী ভারসাম্য রক্ষা করে চলার যে কাজটি বাংলাদেশ এত দিন করে আসছিল, তা আরও কঠিন হয়ে উঠেছে। এখন আর এ নীতি কাজ না–ও করতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান। আলোচনায় আরও বক্তৃতা দেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) পরিচালক ইকবাল সিং সেভিয়া ও বিএফআরএসের চেয়ারম্যান এ এস এম শামসুল আরেফিন।