সুপার টুয়েসডে: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দিনটি কেন গুরুত্বপূর্ণ | চ্যানেল আই অনলাইন

সুপার টুয়েসডে: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দিনটি কেন গুরুত্বপূর্ণ | চ্যানেল আই অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের (প্রাইমারি) সবচেয়ে বড় দিন আজ মঙ্গলবার (৫ মার্চ)। আজ একসাথে দেশটির ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকানদের মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি ব্যস্ত দিন হতে চলেছে। দু’জনই আজ তাদের শক্তি এবং সম্ভাব্য দুর্বলতাগুলো যাচাই করে নিতে পারবেন। নভেম্বরের আসন্ন নির্বাচনে তারা দু’জন যে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন, তা প্রায় নিশ্চিতই বলা যায়।

সুপার টুয়েসডে কী?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হলে প্রার্থীকে আগে নিজ দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জিতে আসতে হয় অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাইয়ে। সেখানে রাজনৈতিক দলগুলোর নিবন্ধিত ভোটাররা নিজ দলের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এরপরই বিজয়ী প্রার্থী দলের মনোনয়ন পান।

Reneta April 2023

সুপার টুয়েসডেতে এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে ভোট হয়। ভোট দেন লাখো নিবন্ধিত ভোটার। অর্থাৎ এদিন যিনি সবচেয়ে বেশি রাজ্যে জয় পাবেন, দলীয় মনোনয়নে তিনিই শেষ হাসি হাসবেন।

আজ দেশটির আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, উত্তর ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, ভারমন্ট, ভার্জিনিয়া এবং মার্কিন সামোয়া অঞ্চলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে দিনটিকে ‘সুপার টুয়েসডে’ বলা হচ্ছে।

এই সবগুলো রাজ্যেই প্রার্থী নির্বাচন করবে রিপাবলিকানরা। তবে ডেমোক্র্যাটরা আলাস্কা বাদে বাকি রাজ্যগুলোতে তাদের প্রার্থী নির্বাচন করবে। এই ভোটাভুটিতে সম্ভাব্য প্রার্থীরা তাদের পক্ষে দলীয় প্রতিনিধি জড়ো করবেন। এই প্রতিনিধিরা দলের জাতীয় সম্মেলনে নিজ নিজ অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন।

রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে প্রার্থীর কমপক্ষে ১ হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন প্রয়োজন হয়। আর ডেমোক্র্যাট প্রার্থীর প্রয়োজন ১ হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প আজ ৭৭৩ জন প্রতিনিধির সমর্থন আদায় করতে পারবেন। বর্তমানে তার পক্ষে ২৪৪ জন প্রতিনিধির সমর্থন রয়েছে। এতে করে ট্রাম্প তার অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে নির্বাচন থেকে দূরে ঠেলে দিবেন। যদিও সবটাই ধারণা তবে আজকের দিনটি হতে পারে ট্রাম্পের জন্য অপ্রত্যাশিত। অপরদিকে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। যদিও সম্প্রতি তার শারীরিক অবস্থা তার মনোনয়ন পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চিয়তায় ফেলে দিয়েছিল।

প্রতিটি অঙ্গরাজ্যে প্রাইমারি ও ককাসে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে ফলাফল প্রকাশ শুরু হবে। সাধারণত স্থানীয় সময় রাত ৮ টার পরে ফলাফল জানা যাবে।

Scroll to Top