১০ মে’র মধ্যে মালদ্বীপ ছাড়বেন ভারতীয় সেনারা: মোহাম্মদ মুইজ্জু | চ্যানেল আই অনলাইন

১০ মে’র মধ্যে মালদ্বীপ ছাড়বেন ভারতীয় সেনারা: মোহাম্মদ মুইজ্জু | চ্যানেল আই অনলাইন

চীনের সাথে সামরিক চুক্তির পর মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু বলেছেন, ১০ মে’র পর মালদ্বীপে কোন ভারতীয় কর্মকর্তা থাকবে না।

এনডিটিভি জানিয়েছে, মোহাম্মদ মুইজ্জু বলেছেন, ১০ মে’র পরে কোনও ভারতীয় সামরিক কর্মী মালদ্বীপে অবস্থান করতে পারবে না। তিনি বলেন, দেশ থেকে ভারতীয় সেনাদের বিতাড়িত করার ক্ষেত্রে তার সরকারের সাফল্যের কারণে বিরোধীরা মিথ্যা গুজব ছড়াচ্ছে। তারা পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে।

মোহাম্মদ মুইজ্জু’র এমন বক্তব্যর পর দেশটির একজন চীন-সমর্থিত নেতা বলেছেন, ১০ মে এর পর দেশে কোনও ভারতীয় সেনা থাকবে না। ইউনিফর্মেও নয় এবং বেসামরিক পোশাকেও নয়। ভারতীয় সামরিক বাহিনীর কেউ এই দেশে থাকবে না। আমি এটি আত্মবিশ্বাসের সাথে বলছি।

গত মাসের শুরুর দিকে দুই পক্ষের মধ্যে দিল্লিতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পরে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ভারত তিন ধাপে ১০ মে এর মধ্যে মালদ্বীপে অবস্থান করা তাদের সামরিক কর্মীদের দেশে ফিরিয়ে নিবে। প্রক্রিয়াটির প্রথম ধাপটি ১০ মার্চের মধ্যে সম্পন্ন হবে।

Reneta April 2023

উল্লেখ্য, মালদ্বীপে বর্তমানে ভারতের ৮৮ জন সামরিক সদস্য রয়েছেন যারা গত কয়েক বছর ধরে দুটি হেলিকপ্টার এবং একটি উড়োজাহাজ ব্যবহার করে মালদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মুইজ্জু গত বছর তার ভারত বিরোধী অবস্থান তুলে ধরে ক্ষমতায় বসেছিলেন এবং শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভারত মহাসাগরে কৌশলগতভাবে অবস্থিত দ্বীপপুঞ্জ থেকে তার কর্মীদের সরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন।

Scroll to Top