অবসর নিতে বাধ্য হয়েছেন ওয়াগনার, ধারণা টেলরের – DesheBideshe

অবসর নিতে বাধ্য হয়েছেন ওয়াগনার, ধারণা টেলরের – DesheBideshe

ওয়েলিংটন, ০৫ মার্চ – কয়েক দিন আগেই সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিয়েছেন নিল ওয়াগনার। এই কিউই পেসারকে অবসর নিতে বাধ্য করানো হয়েছে বলে মনে করেন রস টেলর। সাবেক এই অধিনায়কের মতে দ্বিতীয় টেস্টের দলে ওয়াগনারের সুযোগ না পাওয়াটা অস্বাভাবিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে উইকেট নেওয়ার পর কাউকে উদ্দেশ্য করে ‘চুপ করার’ ইঙ্গিত করেছিলেন ওয়াগনার। একটি উইকেটের পর দলের উদ্‌যাপনে কাউকে মাঝের আঙুলও দেখিয়েছিলেন। ওয়াগনারের এমন অবসর নেওয়ার সঙ্গে সেগুলোর সম্পর্ক আছে কি না, ইএসপিএনের অ্যারাউন্ড দ্য উইকেট নামের এক পডকাস্টে টেলরকে এমন প্রশ্ন করা হয়েছিল।

জবাবে টেলর বলেছেন, ‘আমার মনে হয় এখন এগুলো একটু বোঝা যাচ্ছে। লুকিয়ে লাভ নেই, আমার মনে হয় এটা বাধ্যতামূলক অবসর। যদি ওয়াগনারের সংবাদ সম্মেলনের কথা শোনেন—সে অবসর নিচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরই। মানে সে নিজেকে প্রস্তুত রেখেছিল।’

এদিকে পেসার উইল ও’রুর্ক চোটে পড়ায় ওয়াগনারের ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বেন সিয়ার্সকে। সেটি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন টেলর।

তিনি বলেন, ‘তাকে দলে না নেওয়া… আমি জানি আপনার ভবিষ্যতের পরিকল্পনা লাগবে, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বাঁচা-মরার একটি টেস্টে আমি নিল ওয়াগনারের বাইরে খুব বেশি কিছু ভাবতাম না। আমি নিশ্চিত সে দলে নেই বলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা নিশ্চিন্তে ঘুমাতে পারছে।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ মার্চ ২০২৪

Scroll to Top