১৯৯৩ সালের পর প্রথমবারের মতো চীনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈঠকের দীর্ঘ সূত্রীতার জন্য চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই বছরের বার্ষিক সংসদীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অংশ নেবেন না।
ইউএস নিউজ জানিয়েছে, ১৯৯৩ সাল থেকে চীনের প্রধানমন্ত্রীরা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এর বার্ষিক সংসদীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন। সেসময় দেশি-বিদেশি সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পেয়ে থাকেন।
এনপিসির মুখপাত্র লু কিনজিয়ান বলেছেন, এখন থেকে প্রধানমন্ত্রী এনপিসি এর বার্ষিক সংসদীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অংশ নেবেনে না। কারণ বার্ষিক সংসদের বৈঠক শেষে মন্ত্রী ও মন্ত্রিসভার সিনিয়র কর্মকর্তারা কূটনীতি, অর্থনীতি এবং জনগণের জীবিকা সম্পর্কিত বিষয় নিয়ে সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। এতে করে সম্মেলন অনেকটা দীর্ঘায়িত হয়। তাই এখন থেকে প্রধানমন্ত্রী আর সংবাদ সম্মেলনে অংশ নেবেন না।
উল্লেখ্য, গত বছর বার্ষিক সংসদীয় বৈঠক শেষে লি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলনে দেশের বেসরকারি খাতকে আরও টেকসই করতে চেয়েছিলেন।