ফোনে আঁড়িপেতে গোপন তথ্য ফাঁস করছে রাশিয়া, তথ্যযুদ্ধের শঙ্কা | চ্যানেল আই অনলাইন

ফোনে আঁড়িপেতে গোপন তথ্য ফাঁস করছে রাশিয়া, তথ্যযুদ্ধের শঙ্কা | চ্যানেল আই অনলাইন

ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে জার্মান বিমানবাহিনীর কর্মকর্তাদের গোপন আলোচনার রেকর্ডিং ফাঁস করে জার্মানিতে আলোড়ন সৃষ্টি করেছে রাশিয়া। বিষয়টিকে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার তথ্যযুদ্ধের অংশ হিসেবে দেখছে জার্মানি।

এবিসি নিউজ জানিয়েছে, গতকাল (৩ মার্চ) স্থানীয় সময় রোববার জার্মানির বার্লিনে একটি সংবাদ ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ফোনে আঁড়িপেতে জার্মান বিমানবাহিনীর কর্মকর্তাদের ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সংক্রান্ত গোপন আলোচনার রেকর্ডিং ফাঁসের বিষয়টিকে রাশিয়ার তথ্যযুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, সময়টা কাকতালীয় নয়। এটি একটি তথ্যযুদ্ধ বা হাইব্রিডযুদ্ধের অংশ যা পুতিন চালাচ্ছেন। এতে একেবারেই কোন সন্দেহ নেই। এটি একটি হাইব্রিড আক্রমণ যার উদ্দেশ্য কেবলই বিভ্রান্তি ছড়ানো এবং বিভাজন তৈরি করা। আমাদের সংকল্পকে ক্ষুণ্ণ করা। এবার আমাদের একটি বিশেষ স্তরে প্রতিক্রিয়া দেখানো উচিত, তবে কম দৃঢ়ভাবে নয়।

বরিস জানান, সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত করছে। যে কথোপকথন ফাঁস করা হয়েছে, তার মধ্যেও চালাকি করে কোন পরিবর্তন আনা হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে। জোট সরকারের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা স্পর্শকাতর বিষয় নিয়ে যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

Reneta April 2023

ডয়েচ ভেলে জানিয়েছে, ‘ওয়েবএক্স’ সফটওয়্যারের মাধ্যমে সেনাদের কনফারেন্স কলে আঁড়িপাতার ঘটনা ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া সরাসরি আঁড়িপেতেছে, নাকি জার্মান সেনাবাহিনীতই ‘সরষের মধ্যে ভূত’ রয়েছে, সেটাও জানার চেষ্টা চলছে। আঁড়িপাতার এমন ক্ষমতা থাকলে গুরুত্বপূর্ণ আরও আলোচনা রাশিয়া শুনে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। যা ফাঁস হলে জার্মানির ভাবমূর্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে জার্মানির সরাসরি অংশগ্রহণের বিষয়ে অভিযোগ তুলছে। টাউরুস প্রয়োগ করে অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করার বিষয়ে জার্মান সেনারা আলোচনা করেছেন বলে দাবি করা হচ্ছে।

Scroll to Top