এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির পালা

এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির পালা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢুকতেই কানে এল মাইকের আওয়াজ। যা বয়ে আনছে একটি ঘোষণা, ‘বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। যাঁরা খেলা দেখতে ইচ্ছুক, তাঁরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন।’ এ ঘটনা গতকাল সকালের। মাইকিংয়ের জন্যই কি না, দুপুরের দিকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে ছোট্ট দুটি লাইন দেখা গেল। বাংলাদেশ টেস্ট দলের এক ক্রিকেটার মাঠ থেকে বের হওয়ার সময় দৃশ্যটা দেখে বেশ অবাক হলেন। তাঁর বাড়ি আবার সিলেটে। যে কারণে একটু মন খারাপ করেই বললেন, ‘মানুষ মনে হয় জানেও না যে কাল খেলা। জানলে এতক্ষণে ভিড় হয়ে যেত। সিলেটের মানুষ তো খেলাপাগল।’

কথাটা হয়তো ঠিক, তবে বিপিএলে টানা টি-টোয়েন্টি দেখতে দেখতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দেখার ক্ষুধা দর্শকের আছে তো? তা হোক না খেলাটা শ্রীলঙ্কা আর বাংলাদেশের, সাম্প্রতিক সময়ে যে দুই দলের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস পুরো ক্রিকেট–বিশ্বই জানে। তারপরও প্রশ্নটা ওঠেই, দুই দলের দ্বিপক্ষীয় সিরিজে কি সেই আমেজ আছে, যা দিল্লির বিশ্বকাপের ম্যাচে ছিল? অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে সাকিব আল হাসান যে ম্যাচের উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন আরও। সেই উন্মাদনার অর্ধেকটা থাকলেও সিলেটের মাঠ আজ ভরে যাওয়ার কথা।

Scroll to Top