যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে পুড়ে ছাই ১০ লাখ একর বন | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে পুড়ে ছাই ১০ লাখ একর বন | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে ১০ লাখ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এতে মারা গেছেন অন্তত ২ জন। ভয়াবহ আগুন মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো।

টেক্সাস ফরেস্ট সার্ভিস জানিয়েছে, রাজ্যের উত্তরাঞ্চলজুড়ে পাঁচটি বড় দাবানল জ্বলছে। শুষ্ক আবহাওয়া এবং প্রচণ্ড বাতাস আগুন আরও বাড়িয়ে দিচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সবচেয়ে বড় স্মোকহাউস ক্রিক দাবানলটি শুরু হয় গত সোমবার। বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে। এটি রেকর্ড ১০ লাখ ৭৫ হাজার একরজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এর মাত্র তিন শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পরিদর্শনকালে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টেক্সাসে অন্তত ৫০০ জন ফেডারেল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আবহাওয়ার এল নিনো দশার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Reneta April 2023

Scroll to Top