তিন গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা | চ্যানেল আই অনলাইন

তিন গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা | চ্যানেল আই অনলাইন

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ৩ টি গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা করা হয়েছে। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, দেশটির একজন পাবলিক প্রসিকিউটর আলি বেঞ্জামিন কুলিবালি আজ ৩ মার্চ রোববার বলেছেন, গত ২৫ ফেব্রুয়ারি ইয়াতেঙ্গা প্রদেশের কমসিলগা, নোদিন ও সোরো গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা করা হয়েছে।

আলি বেঞ্জামিন বলেন, হামলায় অনেকেই আহত হয়েছেন। এই ঘটনায় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারা এই হামলা করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি সেখানকার কোন গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই আল-কায়েদা এবং ইসলামিক স্টেট এর সদস্যরা দেশটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে। সহিংসতা এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন ২০ লক্ষেরও বেশি মানুষ।

Reneta April 2023

Scroll to Top