প্রথমবারের মতো গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

জর্ডানের বিমান বাহিনীর সাথে যৌথভাবে মানবিক সহায়তায় প্রথমবারের মতো ক্ষুধার্ত গাজাবাসীর জন্য বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে খাদ্য ফেলেছে যুক্তরাষ্ট্র। তিনটি সামরিক বিমান থেকে ৩০ হাজারের বেশি খাবার প্যারাসুট ফেলা হয়েছে।

রোববার ৩ মার্চ বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ত্রাণের জন্য গিয়ে ১১২ জন নিহত হওয়ার পর বাইডেন প্রশাসন বিমানের মাধ্যমে খাদ্য সহায়তার ঘোষাণা দেয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘শনিবার সি-১৩০ পরিবহন বিমান থেকে গাজার উপকূলীয় এলাকায় ত্রাণের প্যাকেট ফেলা হয়েছে। আকাশ থেকে ত্রাণ বিতরণের এই প্রচেষ্টা স্থল করিডোর এবং স্থল পথে ত্রাণ প্রবাহ সম্প্রসারণসহ গাজায় আরও সহায়তা পাঠানোর একটি স্থির প্রচেষ্টার অংশ।

প্রতিবেদনে বলা হয়, সি-১৩০ সামরিক পরিবহন বিমানগুলোতে করে গাজা ভূখণ্ডের উপকূলে ৩৮ হাজারেরও বেশি খাবার ফেলা হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়।

Reneta April 2023

যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর এবং জর্ডানসহ অন্যান্য দেশগুলো এর আগে গাজায় ত্রাণ পাঠিয়েছে, তবে এটিই প্রথম যুক্তরাষ্ট্রের ত্রাণ সহায়তা।

Scroll to Top