ইনজেকশন দেয়ার শিরা খুঁজে না পাওয়ায় মৃত্যুদণ্ড স্থগিত | চ্যানেল আই অনলাইন

ইনজেকশন দেয়ার শিরা খুঁজে না পাওয়ায় মৃত্যুদণ্ড স্থগিত | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের আইডাহোতে গতকাল বুধবার একজন আসামীর প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু চিকিৎসকরা আসামীর দেহে ইনজেকশন দেওয়ার জন্য শিরা খুঁজে না পাওয়ায় ওই ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। 

এনডিটিভি জানিয়েছে, হত্যার দায়ে দোষী সাব্যস্ত থমাস ক্রিচকে (৭৩) প্রায় এক ঘণ্টা ধরে চিকিৎসকরা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বারবার চেষ্টার পরও তার দেহে শিরা খুঁজে পাননি চিকিৎসকেরা।

আইডাহো ডিপার্টমেন্ট অফ কারেকশনস (আইডিওসি) এর পরিচালক জোশ টেওয়াল্ট বলেছেন, ক্রিচের হাত ও পায়ে একটি ইনজেকশন দেওয়ার জন্য ৮ বার প্রচেষ্টা চালান চিকিৎসকরা। কিন্তু শিরা খুঁজে না পাওয়ায় তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সময়সীমা বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা নেই। এই ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যখন ক্রিচের মৃত্যুদণ্ড স্থগিত করা হয় তখন তিনি বারবার ছাদের দিকে তাকাচ্ছিলেন। তখন ক্রিচকে দেখে মনে হয়েছিল যে তিনি স্বস্তি অনুভব করছেন।

Reneta April 2023

থমাস ক্রিচ একাধিক খুনের দায়ে অভিযুক্ত। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে কারাভোগ করছেন। ১৯৮১ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় একজনকে হত্যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

Scroll to Top