গভীর রাতে অনুষ্ঠান থেকে ফেরার পথে ১৪ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গভীর রাতে অনুষ্ঠান থেকে ফেরার পথে ১৪ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গভীর রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যান উলটে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল ২৮ ফেব্রুয়ারি বুধবার রাতে ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরির শাহপুরা থানায় অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসা চলছে। উত্তর ভারতে এভাবে পিকআপ ভ্যানে করে পরিবারের লোকজনের একসঙ্গে অনুষ্ঠানে যাওয়ার প্রচলন আছে।

 

দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই বাড়িতে ফিরছিলেন তারা। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে কী কারণে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বা ঠিক কী কারণে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

দুর্ঘটনার খবর পেয়ে দপ্তর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে এত মানুষের অকাল মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। এই ঘটনায় হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Reneta April 2023

Scroll to Top