ইসরায়েল এবং হামাসের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের জেরে গাজায় তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।
গাজার স্বাস্থ্যমন্ত্রী মাজেদ আল-আনসারি জানিয়েছেন, পানি শূন্যতার কারণেও শিশুরা মারা যাচ্ছে। চলমান এই সংকটে বহির্বিশ্বের সাহায্য না পেলে আগামী কয়েকদিনে গাজায় আরও কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করেন তিনি।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় গাজায় ৯৬ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছেন জানান মাজেদ আল আনসারি।
মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আগামী রমজানের আগেই ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছবে।
তবে আগামী সোমবারের মধ্যে ২ পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।