৮ এপ্রিল বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ | চ্যানেল আই অনলাইন

৮ এপ্রিল বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ | চ্যানেল আই অনলাইন

আগামী ৮ এপ্রিল হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, যা খুবই বিরল ঘটনা।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, আগামী ৮ এপ্রিল মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল মহাদেশীয় উত্তর আমেরিকায় স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে সর্বপ্রথম সূর্যগ্রহণ দেখা যাবে।  চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।

২০১৭ সালের পর এই পূর্ণগ্রাস গ্রহণটি দীর্ঘতম গ্রহণ হবে। সাত বছর আগে আমেরিকায় যে সূর্যগ্রহণ দেখা গিয়েছিল তা ২ মিনিট ৪২ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এরপর এবছর ৪ মিনিট ২৮ সেকেন্ডের জন্য সূর্যগ্রহণ দেখা যাবে কানাডায় অর্থাৎ কানাডায় সূর্যগ্রহণটি সবচেয়ে বেশি সময় ধরে থাকবে।

পূর্ণগ্রাস গ্রহণ বেশ বিরল। প্রায় প্রতি ১৮ মাসে চাঁদ এবং সূর্য পৃথিবীর মাঝখানে চলে যায় এবং সংক্ষিপ্তভাবে তা সূর্যের আলোকে বাধা দেয়, যার ফলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের এতটাই পিছনে চলে যায় যে পৃথিবীতে অল্প সময়ের জন্য অন্ধকার নেমে আসে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটি খাগরা নামে পরিচিত।

Reneta April 2023

বিজ্ঞানীরা পূর্ণ সূর্যগ্রহণ দেখার সময় বিশেষ চশমা পরতে বলেন। অন্যথায় চোখ ব্যথা হতে পারে। দূরবীন, টেলিস্কোপ বা ক্যামেরার লেন্সের মাধ্যমে উজ্জ্বল সূর্যের কোন অংশ দেখতে হলে বিশেষ সোলার ফিল্টার ব্যবহারের পরামর্শ দেন তারা। চোখের ক্ষতি এড়াতে বিজ্ঞানীরা পিনহোল প্রজেক্টর দিয়ে সূর্যগ্রহণ দেখার পরামর্শ দিচ্ছেন।

তবে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবেনা। এই গ্রহণ শুধু মাত্র মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে দেখা যাবে। তবে এর লাইভ স্ট্রিম ইউটিউবে প্রচারিত হবে।

Scroll to Top