২৪ ঘণ্টায় ৪৬ জনের করোনা শনাক্ত, এক মৃত্যু – DesheBideshe

২৪ ঘণ্টায় ৪৬ জনের করোনা শনাক্ত, এক মৃত্যু – DesheBideshe

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ২৩২ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৯ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৮৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top