রাস্তায় কয়েকজন মিলে মা-বোনকে হেনস্থা করছিলেন। দেখে স্থির থাকতে না পেরে তাদের রক্ষার জন্য এগিয়ে যায় লোকেশ নামের দশম শ্রেণির ছাত্র। পরে ওই ছাত্রকে গুলি করেন অভিযুক্তরা।
শুক্রবার ২৩ ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, হরিয়ানার পালওয়াল এলাকায় এই ঘটনা ঘটে। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে কিশোরের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মা এবং বোনের সাথে বাড়ি ফিরছিল লোকেশ। তখন মোটরসাইকেলযোগে তিন যুবক তাদের কাছে আসেন। অভিযোগ, লোকেশের মা এবং বোনকে উত্যক্ত করতে শুরু করেন তারা। লোকেশ তিনজনের উপর ঝাঁপিয়ে পড়লে হাতাহাতিও হয়। তখনই তিনজনের মধ্যে একজন পকেট থেকে বন্দুক বের করে গুলি ছোড়েন। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
গুলিটি লোকেশের ডান হাতে লাগে, আর সাথে সাথে রক্ত ঝরতে থাকে। তার মা-বোন কোনও মতে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। লোকেশের এক কাকা থানায় খবর দেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে কোকান নামের একজনকে ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ। অন্যদের খোঁজ করছে পুলিশ।