ঢাকা, ২২ ফেব্রুয়ারি – পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশ সফরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।
তিনি বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশে সফর দু’দেশের সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করবে।’
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব আফরিন আক্তারের আসন্ন সফর সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী এ মন্তব্য করেন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে শনিবার আফরিনের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি পাঠিয়েছেন তা গুরুত্বপূর্ণ।
৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কোনো মার্কিন কর্মকর্তার এটিই প্রথম সফর হতে যাচ্ছে। এসময় দু’পক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় ইস্যু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা ইস্যুটিও উঠে আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে জাতীয় নির্বাচনের প্রক্কালে বাংলাদেশ সফরে আসেন আফরিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার দেখা করার সম্ভাবনা রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪