ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত | চ্যানেল আই অনলাইন

ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত | চ্যানেল আই অনলাইন

পূর্ব ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলে একজন সিনিয়র কমান্ডারের আগমন উপলক্ষে সৈন্যরা সেখানে জড়ো হয়েছিল। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক মৃত।

একজন রাশিয়ান কর্মকর্তা নিশ্চিত করেছেন যে একটি ধর্মঘট হয়েছে কিন্তু প্রতিবেদনগুলিকে “অতিরিক্ত” বলে বর্ণনা করেছেন। প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে ধারণ করা এক ভিডিও ফুটেজে ঘটনাস্থলে অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে, রাশিয়ার ৩৬তম রাইফেল ব্রিগেডের সদস্যরা সাইবেরিয়ার ট্রান্সবাইকাল অঞ্চলে অবস্থিত পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনা কমান্ডের মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের জন্য অপেক্ষা করছিলেন।

বিজ্ঞাপন

Reneta April 2023

হামলায় বেঁচে যাওয়া একজন সৈন্য বলেছেন, ৩৬তম রাইফেল ব্রিগেডের কমান্ডাররা সৈন্যদের উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই এই হামলার ঘটনা ঘটে। তবে এই হামলার বিষয়ে রাশিয়া বা ইউক্রেন কোন দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য জানানো হয়নি।

Scroll to Top