নিজেকে সুরক্ষিত মনে করেন শ্রিয়া

নিজেকে সুরক্ষিত মনে করেন শ্রিয়া

কিছুদিন আগে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে মুক্তি পেয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ওয়েব সিরিজ ‘শোটাইম’-এর ট্রেলার। এই রাতে উপস্থিত ছিলেন করণ জোহর, ইমরান হাশমি, মৌনি রায়, রাজীব খান্ডেলওয়াল, মহিমা মকওয়ানা, শ্রিয়া সরণসহ আরও অনেকে। বলিউডের রঙিন থেকে অন্ধকার দিক তুলে ধরা হয়েছে এই সিরিজে। সিরিজটিতে শ্রিয়াকে এক রুপালি পর্দার নায়িকার ভূমিকায় দেখা যাবে।

Scroll to Top