২৭ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল সনদ বিতরণ শুরু, চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ওই বছরের এইচএসসি উত্তীর্ণ প্রার্থীদের মূল সনদ বিতরণ করা হবে। কলেজের অধ্যক্ষ নিজে বা প্রতিনিধিরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে সনদ গ্রহণ করে শিক্ষার্থীদের বিতরণ করবেন।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি প্রথম দিনে কিশোরগঞ্জ ও মানিকগঞ্জের কলেজগুলোর এইচএসসি উত্তীর্ণ প্রার্থীদের সনদ বিতরণ করা হয়। ২৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি মাদারীপুর ও ফরিদপুর, ৩ মার্চ রাজবাড়ী, শরীয়তপুর ও নরসিংদী, ৪ মার্চ মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল, ৫ মার্চ ঢাকা ও গাজীপুর এবং ৬ মার্চ ঢাকা মহানগরের কলেজগুলোর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।



