নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ | চ্যানেল আই অনলাইন

নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

রাশিয়ার বিরোধী দলের নেতা আলেক্সি নাভালনির কারাগারে রহস্যজনক মৃত্যুতে বিশ্বজুড়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। কিন্তু মর্গে তার মরদেহ না পেয়ে নাভালনির দল অভিযোগ করছে, লুকিয়ে রাখা হয়েছে প্রয়াত এই নেতার মরদেহ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাশিয়ার সালেখার্ড শহরের মর্গে গিয়েছিলেন নাভালনির মা এবং আইনজীবী। কিন্তু সেখানে যাওয়ার পর মর্গটি বন্ধ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করলে জানা যায়, মরদেহ মর্গে নেই। এঘটনার পর নাভালনির সমর্থকরা মরদেহটি অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও তাদের দাবি, পরিকল্পিতভাবেই নাভালনিকে হত্যা করেছে রুশ সরকার।

Bkash

তবে রুশ কর্তৃপক্ষ বলেছে, নাভালনির আচমকা মৃত্যু হয়েছে এবং এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এছাড়াও নাভালনির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রুশ পুলিশের হাতে আটক হয়েছেন সাড়ে তিনশ জনের বেশি মানুষ। দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

Scroll to Top