পাকিস্তানের উত্তরপশ্চিম অঞ্চলের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রচুর সেনা ও থানার পুলিশ কর্মী।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গতকাল (১২ ডিসেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে একজন আত্মঘাতী জঙ্গি ঢুকে এই বিস্ফোরণ ঘটায়।
এসময় ট্রাকে থাকা অন্য জঙ্গিরা গুলি চালাতে থাকে এবং থানায় কর্মরত পুলিশদের সাথে তাদের গুলি বিনিময় হয়। এই ঘটনায় অন্তত ২৩ জন নিহত এবং প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ নামক একটি গোষ্ঠী। প্রাথমিকভাবে এই গোষ্ঠীটিকে একটি তালেবান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের তত্তাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, এই কাপুরুষোচিত আক্রমণ করে কোনভাবেই নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া যাবে না।